প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেতাগীতে ১২৭ জনের বৃত্তি লাভ
বেতাগীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফলা প্রকাশ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা‘২০১৭ ফলাফলের ভিত্তিতে মঙ্গলবার (৩ এপ্রিল ) সকালে এ ফল প্রকাশিত হয়।
এবারে বে তাগী উপজেলায় ১২৭ জন শিক্ষার্থী ফলাফলের ভিত্তিগে বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল ২৮ জন, সাধারণ বৃত্তি ৭৫ ও সম্পূরক বৃত্তি পেয়েছেন ২৪ জন শিক্ষার্থী।
এবারে বেতাগী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছেন উপজেলায় সবার শীর্ষে। এ প্রতিষ্ঠান থেকে ১৫ জন ট্যালেন্টপুল ও ১৬ জন সাধারণ বৃত্তি পেয়ে ফলাফলে উপজেলায় প্রথম হয়ে উপজেলা বাসীর মুখ উজ্বল করেছেন।
আরও কৃর্তিত্বের অবদান রেখেছেন- বেতাগী কে’জি স্কুল। এই প্রতিষ্ঠানটি ট্যালেন্টপুল ৩ জন ও সাধারণ শাখায় ১১ জন বৃত্তি পেয়েছে।
এব্যাপারে, জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম বলেন, এখানকার শিক্ষার্থীরা মেধাবী। তাই সম্পূরক বৃত্তিসহ সাফল্যজনক ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। এ সাফল্যে আমি ভীষন খুশী।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৪ এপ্রিল