আমতলীতে সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা
দ্বিতীয়বার তালাক দিয়ে গোপন রেখে স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন স্ত্রী।
মঙ্গলবার (৩ এপ্রিল) স্ত্রী বাদী হয়ে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাবেক স্বামীকে আসামি করে ধর্ষণ মামলা করেছেন স্ত্রী।
মামলার আসামি বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়ীয়া গ্রামের তানভির আহম্মেদ সোহেল।
বিচারক মো. জুলফিকার আলী খান মামলাটি গ্রহণ করে আমতলী থানার ওসিকে এজাহার রুজু করার আদেশ দিয়েছেন।
মামলার বাদী জানান, ওই আসামির সঙ্গে ১৯৯৭ সালে রেজিস্ট্রি কাবিনমূলে তার বিয়ে হয়। তাদের দুটি সন্তান হয়েছে। বড় মেয়েটি আমতলী কলেজে পড়াশোনা করে। ২০১৬ সালের ১৩ এপ্রিল সোহেল ৮ লাখ টাকা যৌতুক দাবি করে বাদীকে নির্যাতন করে। বাদী আদালতে মামলা করলে সোহেল ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে ২৬ এপ্রিল তালাক দেয়। বাদী আবার সোহেলের বিরুদ্ধে মামলা করে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৪ এপ্রিল