বছর শেষে ব্যবসায়ী হিসাবে ব্যস্ত ব্যবসায়ীরা! চলছে মূল্য ছাড়ে বিক্রি
মোহাম্মদ কাজী রাকিবঃ দীর্ঘ এক বছরের ব্যবসায়ী হিসাব-নিকাশ করে পাওনা টাকা আদায়ের জন্য ব্যাস্ত হয়ে পড়েছেন পাথরঘাটার ব্যবসায়ী মহল।
বাঙালি রেওয়াজ অনুযায়ী সারা বছরের হিসাব- নিকাশ অনুযায়ী ব্যবসায়ী পাওনা আদান-প্রদানের জন্য বাংলা ক্যালেন্ডারের শেষ মাস চৈত্র মাসকে ব্যবহার করে আসছে যুগ যুগ ধরে।
পুরাতন বছরের হিসাব নিকাশ চুটিয়ে নতুন বছরে নতুন খাতা খুলে আবারও শুরু করবে ব্যবসায়ী হিসেব এমন প্রত্যাশা পাথরঘাটার ব্যবসায়ী মহলে।
যখনই চৈত্রের প্রচন্ড গরমের তাপদাহে পুড়তে শুরু করেছে কাদামাটি । শ্যামল বাংলার দিক দিগন্ত যখন পানিশূন্যতায় খাঁ খাঁ করছে ঠিক সেই মুহূর্তে পাথরঘাটার বেশ কিছু দোকানে চলছে মুল্যছাড়ে বিক্রির বিশাল অফার। এই মূল্যছাড় কাজে লাগাচ্ছে সকল মহলের ক্রেতা এবং এই সুযোগে দোকানের বিভিন্ন নতুন পুরাতন মডেলের পণ্য বিক্রি করে দোকান খালি করছেন দোকানদারিরা।
অপরদিকে বেশি দামের পণ্য মূল্য ছাড়ে কিনে খুশি খরিদ্দাররা।