মঠবাড়িয়ায় ভুয়া মাদ্রাসা পরিদর্শক আটক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৭:৪৯ পিএম, ৩ এপ্রিল ২০১৮

আটক এস এম বাতেন
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক সেজে মাদ্রাসা পরিদর্শন কালে ভুয়া পরিদর্শক এম এ বাতেন (৩৫) কে মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

আটককৃত বাতেন পার্শ্ববর্তী কাঠালিয়া উপজেলার নেয়ামতপুর ফাজিল মাদ্রাসার গণিত শিক্ষক ও ঢাকার গাজীপুরের রামচন্দ্রপুর গ্রামের মাহাবুবুর রহমানের পুত্র।

থানা ও সংশিলষ্ট মাদ্রাসা সূত্রে জানা গেছে, অভিযুক্ত এসএম বাতেন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার নেয়ামতপুরা মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত অবস্থায় গত একবছর আগে বহিস্কার হয়। এরপরসে শিক্ষা বোর্ডের ভূয়া পরিদর্শক সেজে বিভিন্ন স্কুল মাদ্রাসায় ভিজিট করে নানাভাবে হয়রাণি করে অর্থ হাতিয়ে প্রতারণার সঙ্গে জড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে এসএম বাতেন মঠবাড়িয়ার ছোটহারজীসিনয়র মাদ্রাসায় বোর্ডেও পরিদর্শক পরিচয় দিয়ে মাদ্রাসা ভিজিট করতে আসে। এরপর সে ওই মাদ্রাসার সকল কাগজপত্র পর্যবেক্ষনের নাটক করে শিক্ষক কর্মচারীদের নানা ত্রুটি ও অসংগতির অভিযোগ তোলে। এক পর্যায় সে শিক্ষক হাজিরা খাতাসহ মাদ্রাসার সমুদয় কাগজপত্রের ছবি মোবাইলে ধারন করে মাদ্রাসার এমপিও বাতিল ও শিক্ষক কর্মচারীদের চাকুরি খোয়ানোর হুমকী দিতে থাকে। বিষয়টি নিয়ে শিক্ষকদের মধ্যে কিছুটা সন্দেহের সৃষ্টি হলে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হক ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খানকে অবহিত করেন। তিনি ওই পরিদর্শককে আটক করে থানায় খবর দেন। পুলিশ দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রতারক বাতেন ভূয়া পরিদর্শক সাজার বিষয়টি স্বীকার করলে পুলিশ তাকে আটক করে।

এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হক বাদি হয়ে মঠবাড়িয়া থানায় একটি প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদ “ভুয়া পরিদর্শক” আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও জানান, বাতেন এর আগে ২০১৭ সালে এসএসসি পরীক্ষা চলাকালীন আমুয়া কেন্দ্র প্রবেশ করে কক্ষ পরিদর্শক দাবী করলে ভ্রাম্যমান আদালত তাকে তিন মাসের জেল অনাদায়ে ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দিলে টাকা দিয়ে রক্ষা পায়।তবে তার পরিবার বাতেনকে মানসিক বিকারগ্রস্ত বলে দাবি করছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ জানান, আটকৃত শিক্ষক এম এ বাতেন এর কথাবর্তা অসংলগ্ন। তার বিষয় খোজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)