কি কারনে শাকিব খান নেই আজ চলচিত্রের মহা আনন্দঘন দিনে
অনলাইন ডেস্কঃ চলচ্চিত্র শিল্পের মহা আনন্দের দিন আজ। মহামিলনের মঞ্চে এদিন দেখা মেলে রুপালি পর্দার নানা যুগের তারকাদের। একসঙ্গে এত তারকা দেখার সুযোগ এই দিনটি ছাড়া আর হয় না।
আজ জাতীয় চলচ্চিত্র দিবস। প্রতিবছর ৩ এপ্রিল বর্ণিল আয়োজনে পালিত হয় দিনটি। এবারও আয়োজনের চাকচিক্যে অভিজাত রূপ ধারণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)। থাকবে সাংস্কৃতিক আয়োজন।
এই দিনে অনেক চোখ হয়তো খুঁজে ফিরবে ইন্ডাস্ট্রির সবচেয়ে দামি তারকাকে। তবে তার দেখা মিলবে না। বলছি শাকিব খানের কথা। এই দিনে দেখা যাবে না হালের সেরা নায়ক শাকিবকে।
সাধারণত নানা ইস্যু নিয়ে চলচ্চিত্র পরিবারের সঙ্গে দূরত্ব হওয়ায় এফডিসি সংশ্লিষ্ট সব ধরনের অনুষ্ঠান-উৎসব এড়িয়ে চলেন তিনি। তাকেও এড়িয়ে চলে চলচ্চিত্র পরিবার।
এ এম বি। পাথরঘাটা নিউজ
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)