গৌরনদীতে যুবতীকে মাসব্যাপী ধর্ষণের অভিযোগ
বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের জর্ডান প্রবাসী এক যুবতীকে (১৯) এক মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন স্থানে আটকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।
ধর্ষিতা ওই নারী বাদী হয়ে আজ মঙ্গলবার (৩ এপ্রিল) গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে ধর্ষিতা বলেন, গত ৯ মাস আগে উপজেলার বার্থী (গাইনের পাড়) গ্রামের বাবুল ফকিরের ছেলে নছিমন চালক শাহাদাত হোসেন ফকিরের সাথে মুঠোফোনের মাধ্যমে তার প্রেমের সম্পর্ক হয়। পরবর্তীতে সে (যুবতী) চাকরির জন্য জর্ডান যান। আড়াই মাস পরে গত জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরে আসেন তিনি। হযরত শাহাজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাড়ি ফেরার পথে ঢাকার একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করে শাহাদাত। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে শাহাদাত ফকির তাকে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে এক মাস আটকে রেখে ধর্ষণ করে সে। বিয়ের কথা বললেই শাহাদাত তাকে শারীরিক এবং মানুষিক নির্যাতন চালায়। পরে সে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কৌশলে পালিয়ে বাবার বাড়ি যায়।
গত পহেলা মার্চ বিয়ের দাবিতে নির্যাতিতা যুবতী শাহাদাতের বাড়িতে অনশন শুরু করেন। খবর পেয়ে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন শাহাদাতের বাড়ি গিয়ে আইনগত বিচারের আশ্বাস দিলে অনশন ভঙ্গ করে বাড়ি ফিরে যান ওই যুবতী।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন জানান, এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে শাহাদাত হোসেন ফকির, তার বাবা বাবুল ফকির ও মা পেয়ারা বেগমকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ এপ্রিল