ভোলায় জাটকাসহ চার জেলে আটক
সোমবার (২ এপ্রিল) রাত ১১টায় ভোলা সদরের ভেদুরিয়া এলাকার শ্রীপুরের মেঘনা নদী থেকে এসব মাছ, ট্রলারসহ জেলেদের আটক করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, ভোলার ভেদুরিয়া লঞ্চঘাট থেকে জাটকা ইলিশ নিয়ে একটি ট্রলার ভর্তি করে চার জেলে বরিশালের উদ্দেশে রওনা হন। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আব্দুল রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ট্রলারভর্তি মাছসহ চার জেলকে আটক করা হয়।
আটক জেলেদের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
তিনি আরো জানান, জব্দ মাছ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ এপ্রিল
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)