পাথরঘাটায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২ এপ্রিল ২০১৮ | আপডেট: ০১:৫৮ পিএম, ২ এপ্রিল ২০১৮

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহপাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হয়েছে।

সোমবার (২ এপ্রিল) সকাল ১০টার সময় পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাথরঘাটা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুমুল হক খান, পাথরঘাটা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গোলাম হায়দার, স্যানিটারী কর্মকর্তা পরেশ চন্দ্র হালদার, পাথরঘাটা স্বাস্থ্য পরিদর্শক সংকর চন্দ্র হালদার, পাশরঘাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছগির হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এবসর পাথরঘাটা উপজেলায় ৪৪হাজার ৫শ জন, ৫ থেকে ১৬ বছরের সকল শিশু ও কিশোরকে কৃমি নিয়ন্ত্রণ ওষুদ খাওয়ান হবে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)