সৌদিতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ
সৌদিতে এক সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনার আয়োজন করে মদিনায় অবস্থানরত মনোহরদী ও বেলাবো প্রবাসীরা।
ইঞ্জিনিয়ার রাকিব হাসান ভূঁইয়ার সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: ফরহাদ, আব্দুল মোতালেব আকন্দ, মহসীন আকন্দ, আব্দুল রহমান বাতেন ও মো: হাবিবুর রহমান। বক্তব্য রাখেন মো: মনির হোসেন মদিনা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মূছা আব্দুল জলিল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজগর আলী ও শাহীন খলিফা।(সূত্রঃ বিডি-প্রতিদিন)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ এপ্রিল
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)