মাদকাসক্ত ছেলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা
মাদকাসক্ত ছেলের ভয়ে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন লক্ষ্মীপুরের এক মা। নেশার টাকা না পেয়ে ছেলে রুবেল হোসেন (২৬) ঘরের আসবাবপত্র ভাঙচুর করে বিধবা মাকে বেদম পিটিয়ে আহত করেছে।
শনিবার (৩১ মার্চ) সকালে ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায়।
এ ঘটনার প্রতিকার চেয়ে আজ রবিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত আবেদন করেছেন মা আয়েশা বেগম (৪২)। এতে তিনি নেশাগ্রস্ত ছেলেকে প্রশাসনের নিরাপত্তা হেফাজতে নেওয়ার আকুতি জানান।
অভিযোগে বলা হয়, রুবেলের বাবা মো. সোলায়মান সেনা সদস্য ছিলেন। ২০১৪ সালের ৬ এপ্রিল তিনি মারা যান। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। এক সময় বড় ছেলে রুবেল মেধাবী ছাত্র ছিল। অষ্টম শ্রেণিতে পড়ার সময় নোয়াখালীতে থাকার সুবাদে পরিচয় হয় স্থানীয় বখাটেদের সঙ্গে। এ জন্য তার পড়ালেখা আর হয়নি।
একপর্যায়ে পড়ালেখা বন্ধ করে বন্ধুদের সঙ্গে নেশায় জড়িয়ে পড়ে সে। স্বামীর মৃত্যুর পর কোনোমতে মেয়েদের সহযোগীতায় সংসার চালিয়ে আসছেন মা। নিজের স্বর্ণালংকার বিক্রি করে ওই ছেলেকে টাকা দিতেন।
সম্প্রতি মাদকাসক্ত রুবেল বেপরোয়া হয়ে ওঠে। প্রায়ই নেশার জন্য মায়ের কাছে টাকা দাবি করেন তিনি। গত শনিবার সকাল ১০টার দিকে তিনি মায়ের ভাড়া বাসায় এসে ১০ হাজার টাকা চান। টাকা দিতে অপরাগতা জানাতে ক্ষিপ্ত হয়ে তাকে (মা) জবাই করার হুমকি দেয়। একপর্যায়ে তাকে বেদম কিল-ঘুষি, লাথি মেরে আহত করা হয়। এ সময় তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। পরে ঘরে থাকা প্রায় ৮০ হাজার টাকার আসবাবপত্র ভাঙচুর করা হয়।
জানতে চাইলে আয়েশা বেগম বলেন, আমার ছেলে এক সময় খুব মেধাবী ছিল। এখন মাদক সেবন করায় সে দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে। সে আমাকে প্রাণে হত্যা করে ফেলবে। তার ভয়ে আমি দুই দিন ধরে পালিয়ে বেড়াচ্ছি। এ জন্য প্রশাসনের কাছে আবেদন করেছি।
তিনি আরো বলেন, নেশার জন্য সে বিভিন্ন সময় ১০ হাজার থেকে ২০ টাকা পর্যন্ত দাবি করে। টাকা না পেলেই তার মাথা গরম হয়ে যায়।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল বলেন, বিধবা নারীর অভিযোগটি পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এসপি ও ওসির কাছে তা প্রেরণ করা হয়েছে।(সূত্রঃ কালের কন্ঠ)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১ এপ্রিল