ইন্টারনেটের ওয়াজে তাছির হয়না! গ্রান্ড মুফতী জমইয়াতে হিযবুল্লাহ
পাথরঘাটা নিউজঃ ইন্টারনেট ও টিভি চ্যানেলের বক্তাদের ওয়াজে তাছির হয়না বলেছেন বাংলাদেশে জমইয়াতে হিযবুল্লাহ গ্রান্ড মুফতি আল্লামা মুফতী মাহমুদুল মুনির হা-মিম।
১ এপ্রিল (রবিবার) পাথরঘাটা উপজেলা জামইয়াতে হিযবুল্লার উদ্যোগে- ছোট টেংরা খানকায়ে ছালেহীয়া দিনিয়া কম্পেলেক্সে আয়োজিত ইছালে সওয়াব মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আল্লামা মুফতী মাহমুদুল মুনির হা-মীম আরো বলেন, ইহুদি খ্রিস্টান সম্প্রদায়ের মদদ পুষ্ট কিছু মৌসুমে মৌলুভী অর্থের লোভে তাদের শিখানো বক্তব্য ইন্টারনেট ও টিভি চ্যানেলে বসে প্রচার করছে আর এ দেখে ধর্ম প্রতীয়মান মানুষ গুলো ইমান ও আমল হারা হয়ে যাচ্ছে, এদের থেকে তিনি সাবধান থাকতে সকল মুসলমানদের আহ্বান জানান।
পাথরঘাটা উপজেলা জামইয়াতে হিযবুল্লার সভাপতি কাজী মোহাম্মদ তোহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামইয়াতে হিযবুল্লার সাংগঠনিক সম্পাদক ও পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা আঃ সত্তার, মাওলানা এনামুল হক, মাওলানা গিয়াস উদ্দিন, হাফেজ বেলাল উদ্দিন প্রমুখ।