জাতীয় চলচ্চিত্র দিবস ভিন্ন আয়োজনে
অনলাইন ডেস্কঃ আসছে ৩রা এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। এদিন আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়েই পালিত হবে এবারের দিবস। এফডিসির আয়োজন ছাড়াও থাকছে সংগঠনগুলোর ভিন্ন ভিন্ন আয়োজন।
সকালে দিবসের উদ্বোধন অনুষ্ঠান, র্যালি, মেলা- এগুলো থাকছে গতবারের সাথে তাল মিলিয়ে। তবে এই আয়োজনে চলচ্চিত্রের সংগঠনগুলো অংশ নিচ্ছে না। অর্থাৎ সরকারিভাবে ভিন্ন আয়োজন করবে সংগঠনগুলো।
যদিও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন স্পষ্ট করে বলেছেন, সৈয়দ হাসান ইমাম সাহেব তার পদেই রয়েছেন। তাকে কোথাও সরানো হয়নি। এফডিসি’র তরফ থেকে এই সিদ্ধান্তের পরেও নিজেদের অবস্থান থেকে সরছে না চলচ্চিত্রের সংগঠনগুলো। তারা জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করবে আলাদাভাবে। এখন পর্যন্ত এমনটিই জানা গেছে।
আর এই ভাগ হয়ে যাওয়ার কারণ এবারের চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির প্রধান হিসেবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমামের থাকা না থাকা। প্রথমে জানানো হয় উদযাপন কমিটির প্রধান হিসেবে থাকবেন সৈয়দ হাসান ইমাম। পরে আবার তাকে সেই পদ থেকে সরিয়ে দেয়ার অভিযোগ ওঠে। এরপরই প্রতিবাদ করে চলচ্চিত্র সংগঠনগুলো এবং তারা এই আয়োজনে এফডিসির সঙ্গে না থাকার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, এর আগে ২০১৩ সালেও এফডিসি এবং চলচ্চিত্র সংগঠনগুলো আলাদা আলাদাভাবে জাতীয় চলচ্চিত্র দিবস পালন করেছিল।
এ এম বি / পাথরঘাটা নিউজ