পহেলা বৈশাখ উৎযাপনে পাথরঘাটায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:০১ পিএম, ১ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৮:৪৪ পিএম, ১ এপ্রিল ২০১৮

প্রস্তুতি সভাপহেলা বৈশাখ বরন উপলক্ষ্যে পাথরঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ূন কবীর এর সভাপতিত্ব করেন।

দেশের বর্তমান প্রেক্ষাপটে সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী পহেলা বৈশাখ সকাল ৭টায় বর্ণাঢ্য শোভা যাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করবে। পরে উপজেলা পরিষদে বৈশাখী মেলা সাংস্কৃতি উৎসব এবং পান্তা ইলিশের আয়োজন করা হবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. ফাতিমা পারভীন, বরগুনা জেলা পরিষদের সদস্য ও পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের ডেপুটি কমান্ডার এমএ খালেক, উদিচী শিল্পগোষ্ঠীর পাথরঘাটা উপজেলা সভাপতি আজাদ মল্লিক, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাফর ইকবাল, পাথরঘাটা কেএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম, একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, পাথরঘাটা প্রকল্প বাস্তবায়ক মো. আজিজুর রহমান, পাথরঘাটা থানা উপ-পরিদর্শক মনিরুজ্জমান প্রমুখ।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)