বেতাগীতে মাতুয়া সম্প্রদায়ের ২৫ জনকে পিটিয়ে আহত
চাঁদা না দেয়ায় কচুয়া-বেতাগী খেয়াঘাটে ইজারাদারের হামলায় নারী-শিশুসহ মতুয়া সম্প্রদায়ের ২৫ জন আহত হয়েছে। হামলায় এক শিশুর পা ভেঙে গেছে।
শুক্রবার (৩০ মার্চ) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় নৌকায় থাকা নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে।
আহত জয়ন্ত, কমলেশ শিয়ালী, সুজন, পপিন ও নিপু রানীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৭ মার্চ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার লক্ষ্মীখালী গোপাল সাধুর মতুয়া সম্প্রদায়ের ধর্মীয় সম্মেলনে বরগুনার বেতাগী উপজেলার দেশান্তরকাঠি গ্রামের হরি গুরু গোপাল চাঁদ মতুয়া ভক্ত সংঘ সম্প্রদায়ের আড়াইশ’ নারী-পুরষ অংশগ্রহণ করেন। ৩০ মার্চ শনিবার সমাপনী শেষে ইঞ্জিনচালিত নৌকাযোগে নিজালয়ে আসার পথে কচুয়া-বেতাগী খেয়াঘাটের ইজারাদার মো. রফিকুল ইসলাম, নুরুল হক, রুস্তুম তাদের কাছে ২ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবি অনুযায়ী চাঁদা না দিতে পারায় ইঞ্জিনচালিত নৌকার গতিরোধ করে ইজারাদাররা লোহার রড ও লাঠি দিয়ে তাদের ওপর হামলা চালায়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১ এপ্রিল