ছাত্রদল নেতার দোকানে বিএনপি প্রার্থীর হামলা লুট
দুমকিতে সদ্য সম্পন্ন ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থীকে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় ছাত্রদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সহিদ সরদার ও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিব হাওলাদরকে দেশি অস্ত্র দিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা।
হামলায় ছাত্রদল নেতা সহিদ সরদার ও রাকিব হাওলাদার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী নির্বাচনের আগে থেকে তার দলীয় ছাত্রনেতা সহিদ সরদারের কাছে ১০ লাখ টাকা নির্বাচনী ব্যয়ের জন্য চাঁদা দাবি করেন। ওই চাঁদার টাকা না দেয়ায় শুক্রবার সন্ধ্যায় সহিদের রড-সিমেন্টের দোকানে বিএনপির চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম মৃধার নেতৃত্বে আমির হাওলাদার, জামাল হাওলাদার, শামিম মৃধা, মর্তুজা, খোকন, হাসান, শাহিন, তানভির ও খোকন মৃধাসহ ১৫-২০ সন্ত্রাসী মোটরসাইকেলে শোডাইন করে সহিদ সরদারের দোকানে হামলা চালায়। এ সময় রড-সিমেন্টের বিক্রীত প্রায় ৮ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১ এপ্রিল