কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
ঢাকা প্রতিনিধি : অবশেষে বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলনের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী মে মাসেই হতে যাচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন। জানা গেছে, মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে ছাত্রলীগের সম্মেলন করতে বলেছেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে ৩১ মার্চ কাউন্সিল করার নির্দেশনা দিয়েছিলেন। যদিও তারই নির্দেশনায় গত ৮ মার্চ তা স্থগিত করা হয়।
এ এম বি / পাথরঘাটা নিউজ
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)