কম্প্রোমাইজের কথা প্রকাশ্যে বলা উচিত : ঐশ্বরিয়া

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:১৯ এএম, ৩১ মার্চ ২০১৮

ঐশ্বরিয়া/ফাইল ছবিকিছু দিন আগেই হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অ্যাঞ্জোলিনা জোলি, গেনিথ পাল্টরোও-সহ একাধিক হলি নায়িকা। তার জেরেই সোশ্যাল মিডিয়ায় ‘মি টু’ মুভমেন্টে অংশ নিয়েছিলেন বহু মানুষ। যৌন হেনস্থার কথা প্রকাশ্যে শেয়ার করেছিলেন। এ বার সেই তালিকায় চলে এলেন ঐশ্বরিয়া রাই।

না! সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেননি ঐশ্বরিয়া বরং সম্প্রতি ‘দ্য টেলিগ্রাফ’কে এক সাক্ষাত্কারে জানিয়েছেন, মি টু মুভমেন্টের ফলে অন্তত মানুষ এ সব নিয়ে কথা বলছেন।

ঐশ্বরিয়ার কথায়, ‘‘কোনো মহিলাকে যদি নিজের আপত্তি সত্বেও কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হয়, সেই অভিজ্ঞতার কথা শেয়ার করা উচিত। শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, সব জায়গাতেই এই সমস্যা নিয়ে আলোচনা হওয়া উচিত।’’

সে সময় ঐশ্বরিয়ার প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার সিমনে শেফিল্ড জানিয়েছিলেন, হার্ভে নাকি ঐশ্বরিয়ার সঙ্গেও আলাদা দেখা করতে চেয়েছিলেন। কোনো রকমে তা আটকেছিলেন সিমনে। তবে এ নিয়ে একেবারেই মুখ খুলতে চাননি বচ্চন-বধূ।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩১ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)