বরগুনা জেলা পরিষদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
বরগুনা জেলা পরিষদের বিরুদ্ধে বেতাগী পুরনো হাসপাতালের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্নিষ্ট দপ্তরে মৌখিক ও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। উপজেলার টাউন ব্রিজ-সংলগ্ন পুরনো হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে টিকাকেন্দ্র স্যানিটারি অফিসের কার্যক্রম পরিচালনা করে আসছিল।
কিন্তু বরগুনা জেলা পরিষদের লোকজন ২১ ফেব্রুয়ারি হঠাৎ তাদের আধা-পাকা ঘরটি ভাঙা শুরু করেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি বরগুনা সিভিল সার্জন, বরগুনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে মৌখিকভাবে অবহিত করা হয়। তারপরও বরগুনা জেলা পরিষদের কর্মচারী মো. জয়নালের নেতৃত্বে ঘরটি ভেঙে দেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ওই দিনই স্যানিটারি ইন্সপেক্টর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করেন এবং পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ১৩ মার্চ বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরগুনা সিভিল সার্জনের কাছে লিখিত আবেদন করেন। ওই আবেদনের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব, বরগুনা-২ আসনের সংসদ সদস্য, বরগুনা জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের কাছে দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, তবে এর কোনো প্রতিকার মেলেনি। বরং অফিসের সামনের ও পেছনের বারান্দা পুরোটাই জেলা পরিষদ ভেঙে ফেলে। শুধু অবশিষ্ট রয়েছে অফিস কক্ষটি। তাও সম্মুখভাগে পাথর রেখে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. ফরিদুল ইসলাম জানান, এটি জেলা পরিষদের রেকর্ডীয় সম্পত্তি। জেলা পরিষদই এই জমির খাজনার ব্যয়ভার বহন করে আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করলেও তাদের সঠিক কোনো কাগজপত্র নেই।
তিনি আরও জানান, ওই জমির একটি অংশ নিয়ে মামলাও রয়েছে। কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী মামলার অংশটুকু বাইরে রেখে উন্নয়ন কাজ চলছে। এই মুহূর্তে অন্যত্র প্রবেশ করা হবে না।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩১ মার্চ