আজকের আবহাওয়া দেখুন এখনই
⓿ গত ২৪ ঘন্টায় দিনে ও রাতে ঝড়ো হাওয়াসহ
বজ্র, শীলা এবং প্রধানত হাল্কা ও মাঝারি
বৃষ্টিপাত হয়েছে।
কোন কোন স্থানে একটি শীলার ওজন ৫০০/৭০০
গ্রাম পর্যন্ত রেকর্ড কারা হয়েছে।
দেশের সর্ব দক্ষিণের দুই একটি জেলা ব্যতীত
প্রায় সকল স্থানেই এই প্রভাব লক্ষ্য করা গিয়েছে।
২০১৮ সাল আবহাওয়ার ক্ষেত্রে অত্যন্ত
চরম ভাবাপন্ন।
গতকালের মারাত্মক শীলাবৃষ্টি আরো একবার
আমাদেরকে এই কথা স্মরণ করিয়ে দিয়েছে।
➊ আজকের পূর্বাভাস:—
আজ গতকালের অনুরুপ ঝড়ো হাওয়ার তীব্রতা
ও মারাত্মক শীলাবৃষ্টির সম্ভাবনা কিছুটা কম।
বেশীরভাগ স্থানে শীলার আকৃতি ছোট থাকার
সম্ভাবনা।
প্রায় সমগ্র দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণের খুলনা, ঢাকা, বরিশাল ও চট্রগ্রাম
বিভাগের এলাকাসমূহের মধ্যে শীলার আকৃতি
বেশ ছোট বা অনুপস্থিত থাকতে পারে।
আকাশে বিভিন্ন সময়ে গতিশীল মেঘের
উপস্থিতি দেখা যাবে এবং স্থানভেদে দফায় দফায়
আকস্মিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ।
বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশী থাকবে সিলেট
বিভাগ ও পার্শ্ববর্তী বিভাগীয় জেলাসমূহের মধ্যে।
সকাল থেকেই দেশের অনেক স্থানে বৃষ্টিপাত চালু
রয়েছে।
বৃষ্টিপাত জনিত কারণে তাপমাত্রা কিছুটা
কম থাকবে দেশের মধ্যে।
চলতি দূর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি দেশের
মধ্যে আরো ৩/৪ দিন বিরাজ করতে পারে।
➋ আজ সকাল ৯:২০ মিনিটের চিত্রে সাদা
স্থানসমূহে বিভিন্ন ঘনত্বের মেঘের স্তর রয়েছে।
➌ সরকারী আবহাওয়া অধিদপ্তর কর্তৃক
প্রকাশিত গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল
সিলেটে ১৬.৯° সেলসিয়াস।
সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫.২° সে.।
♼ বেসরকারী গবেষণাকেন্দ্র থেকে প্রকাশিত তথ্য।
কিছু পূর্বাভাসের সময়সীমা পরবর্তী
২৪ ঘন্টা পর্যন্ত।
——————————–
✦ ১৭ চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ, বসন্তকাল।
✶ ১২ রজব, ১৪৩৯ হিজরী।
——————————–
* ঢাকার সময় অনুযায়ী:—
* আগামীকাল সূর্যোদয়: ৫:৫০ মিনিটে।
* আগামীকাল সূর্যাস্ত: ৬:১৪ মিনিটে।
* আগামীকাল দিনের দৈর্ঘ্য:—
(১২ ঘন্টা ২৩ মিনিট ০৫ সেকেন্ড)
——————————–