পূর্ণিমাকে ” ধর্ষণ দৃশ্যে কার সাথে স্বাচ্ছন্দবোধ করতেনঃউপস্থাপিকা
অনলাইন ডেস্কঃ এবং পূর্ণিমা, একটি সেলিব্রিটি শো। যেখানে চিত্রনায়িকা পূর্ণিমাকে উপস্থাপিকা হিসেবে দেখা যায়। সম্প্রতি মিশা সওদাগরকে নিয়ে একটি শো পরিচালনা করেছিলেন তিনি।
সেখানে প্রশ্নের এক পর্যায়ে মিশাকে জিজ্ঞেস করেছেন, “ধর্ষণ দৃশ্যে কার সাথে স্বাচ্ছন্দবোধ করতেন”?
পূর্ণিমার এমন বিব্রতকর প্রশ্নে মিশা জানান, “মৌসুমী এবং পূর্ণিমার সাথে”
এ কথা শুনার পর হা হা হা করে হেসে ওঠেন উপস্থাপিকা পূর্ণিমা। শুধু এখানেই শেষ নয়, মৌসুমী পছন্দ করার সেই কারণও জানতে চাইছেন তিনি।
অনুষ্ঠানের এই প্রশ্নটি নিয়েই চলছে আলোচনা সমালোচনা।
এদিকে পূর্ণিমা বলছেন, “প্রশ্নের পীঠে এমন প্রশ্নটি মূলত মজা করেই করা হয়েছে। কিন্তু ফেসবুকবাসী তো এটি মানতে নারাজ। তারা সমালোচনায় নেমেছেন আমাকে নিয়ে।”
ওই অনুষ্ঠানে মিশা সওদাগরের নানা অজানা বিষয়ও উঠে এসেছে। খলনায়ক হওয়ার পর কী কী সমস্যার মুখোমুখি হয়েছেন সেটিও জানিয়েছেন তিনি।
কোন তারকার সঙ্গে তার ভালো বন্ধুত্ব এবং চলচ্চিত্রের আজকের দিনে চিত্রনায়ক মান্না জীবিত থাকলে চলচ্চিত্র এমন অবস্থানে এসে দাঁড়াত না বলেও মন্তব্য করেছেন তিনি।
আরটিভিতে প্রচারিত হওয়া এ অনুষ্ঠানটি এখন ফেসবুকে ভাইরাল। সপ্তাহের প্রতি রোববার প্রচার হয় অনুষ্ঠানটি।
এ এম বি / পাথরঘাটা নিউজ