বরগুনায় সম্মিলিত সামাজিক আন্দোলন’র সম্মেলন ও বনভোজন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ৩০ মার্চ ২০১৮

সম্মেলন ও বনভোজনসম্মিলিত সামাজিক আন্দোলন বরগুনা জেলার বার্ষিক সম্মেলন ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মার্চ) দিনব্যাপী বরগুনার পোটকাখালীর তোরণদ্বার পিকনিক স্পটে এ সম্মেলন ও বনভোজন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বরগুনার বিশিষ্ট সাংবাদিক ও সামাজ সেবক জাকির হোসেন মিরাজ সভাপতি ও সাংবাদিক সোহেল হাফিজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্মিলিত সামাজিক আন্দোলন বরগুনা জেলা কমিটির সভাপতি সোহেলী পারভিন ছবির সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় সংসদের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মঈনুল আবেদীন সুমন।

এ সময় উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা আসমা, পাথরঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতেমা পারভিন, বেতাগী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সোবহানসহ জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির প্রায় অর্ধ শতাধিক সদস্য।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩০ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)