রাতারাতি বদলে গেছে বেনাপোল স্থলবন্দর
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে চালু করা হয়েছে নতুন সিজিসি-৯ গেট (বাইপাস সড়ক)। এতে মাত্র ১২ ঘণ্টায় ৬৫৬টি ট্রাক পণ্য আমদানি ও খালাস হয়েছে, যা নতুন এক রেকর্ড সৃষ্টি করেছে।
সিজিসি-৯ চালু করায় কাস্টম হাউস ও বন্দরের সামনের রাস্তায় এলোপাতাড়ি দাঁড়িয়ে থাকা ট্রাক নেই, বাস নেই, ভাড়া গাড়ি ও অপেক্ষমাণ তেমন কোনো যানও নেই। বিশাল এই কর্মযজ্ঞে ভবন ও কক্ষ প্রস্তুত করেছেন জেসি এহসানের তত্ত্বাবধানে ডিসি মারুফুর রহমান, সাঈদ রুবেল, গোলাম মর্তুজা ও তাঁদের কর্মীরা। দাপ্তরিক আদেশ-নিষেধগুলো তৈরিতে ভূমিকা নিয়েছেন এডিসি জাকির হোসেন ও তাঁর কর্মীরা। ২৬টি পণ্য নতুন গেট দিয়ে বের হচ্ছে, ফলে গতি পাচ্ছে আমদানি-রপ্তানি বাণিজ্য।
শুল্ক পরিশোধিত পণ্যবাহী বাংলাদেশি ট্রাক সহজে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছবে। বন্ধ হবে বহুদিনের যৌথ বাঁশকল প্রথা। বাণিজ্য সহজীকরণ নতুন মাত্রা পাবে এই নিয়মে। যাত্রী ও জন চলাচল হবে সহজ, সময়ানুগ।
বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী জানান, সুবিধা পেয়েও কেউ অনিয়ম করলে সেই সব ব্যক্তি ও প্রতিষ্ঠান চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। (সূত্রঃ কালের কন্ঠ)