এইচএসসি ও আলিম পরীক্ষায় গলাচিপায় সিসি ক্যামেরা স্থাপন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ৩০ মার্চ ২০১৮

গলাচিপায় ২০১৮ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় ৪টি কেন্দ্রেই সিসি ক্যামেরার আওতায় থাকবে। এবারের এইচএসসি ও আলিম পরীক্ষায় গলাচিপার ২০টি প্রতিষ্ঠানের ২৫শত ২২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে।

সূত্র জানায়, গলাচিপা উপজেলায় এইচএসসি ও আলীম পরীক্ষায় ৪টি কেন্দ্রে রয়েছে। ২ এপ্রিল অনুষ্ঠিতব্য বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি কেন্দ্র ২টি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি(বিএম শাখা) কেন্দ্র ১টি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ (কোড- ৪১৯) কেন্দ্রে ৪টি কলেজের ৯শত ৬৮জন পরীক্ষার্থী রয়েছে। কলেজ গুলো হলো- গলাচিপা ডিগ্রি কলেজ, খারিজ্জমা কলেজ, চিকনিকান্দি কলেজ ও বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজ। গলাচিপা ডিগ্রি কলেজ (কোড-৪১৮) কেন্দ্রে ৫টি কলেজের ৭শত ৯৮ জন পরীক্ষার্থী রয়েছে।

কলেজ গুলো হলো- গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ, কলাগাছিয়া এস এম সেকান্দার আলী চৌধুরী ডিগ্রি কলেজ, চর বিশ্বাস কে আলী কলেজ, উলানিয়া হাট স্কুল এন্ড কলেজ এবং আমখোলা কলেজ। এছাড়া বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে গলাচিপা ডিগ্রি কলেজ(কোড-৩৯০৪০) কেন্দ্রে গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুতে ৪টি প্রতিষ্ঠানের ১ম ও ২য় বর্ষের ৪৯৮জন পরীক্ষার্থী অংশ নেবে। প্রতিষ্ঠান গুলো হলো- গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ, গলাচিপা ডিগ্রি কলেজ,খারিজ্জমা কলেজ ও কল্যাণকলস নেছারিয়া মাদ্রাসা ।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলীম পরীক্ষায় কালিকাপুর নুরিয়া ফাজিল মাদ্রাসা( কেন্দ্র কোড- ৫৬৭) কেন্দ্রে ৭টি মাদ্রাসার ২৫৮জন পরীক্ষার্থী অংশ নেবে। মাদ্রাসাগুলো হলো, কালিকাপুর নুরিয়া ফাজিল মাদ্রাসা, এনজেড আলিম মাদ্রাসা, কোটখালী ফাজিল মাদ্রাসা, লামনা ফাজিল মাদ্রাসা, কালারাজা ফাজিল মাদ্রাসা, বাঁশবুনিয়া আলিম মাদ্রাসা এবং কল্যাণকলস নেছারিয়া মাদ্রাসা। এব্যাপারে কালিকাপুর নুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও সচিব মাও: মোঃ মোস্তাফিজুর রহমান জানান,প্রথম বারের মতো এ বছরই সিসি ক্যামেরার আওতায় আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে গলাচিপা মহিলা কলেজের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহজাহান মিয়া জানান, উপজেলা প্রশাসনের এ উদ্যোগ নেয়ায় ছাত্রছাত্রীদের লেখা পড়ার মান বৃদ্ধি পাবে। পরীক্ষা সংক্রান্ত দূর্নীতি কমে যাবে ও পরীক্ষা পরিচালনা করতে সুবিধা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌছিফ আহমেদ জানান, কেন্দ্র সচিবদের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দেয়া হয়েছে। তিনি তা নিজেই তদারকির দায়িত্বে থাকবেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩০ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)