সৌদিতে প্রবাসীর বিয়ের অনুষ্ঠানে থেকে ২৮১জন আটক
সৌদি আরবে প্রবাসীর বিয়ের অনুষ্ঠানে গিয়ে আটক হয়েছেন দুইশ ৮১ জন। তারা সবাই আফ্রিকার নাগরিক। মক্কায় এক খামারে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তারা সবাই।
সেই বিয়ে যদি সৌদি আরবের কোনো নাগরিকের হতো তাহলে তাদের এই দশা হতো না। কারণ, দেশটির কট্টর শরীয়া আইন অনুযায়ী প্রবাসী নাগরিকরা এভাবে জমায়েত হতে পারেন না।
জানা গেছে, প্রবাসীর বিয়ের অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের জমায়েত হওয়ার খবরে অভিযান চালায় সৌদি পুলিশ। দেশটিতে বসবাসের নিয়ম ভঙ্গ করায় সেখান থেকে উপস্থিত লোকদের মধ্য থেকে বেছে বেছে প্রবাসীদের আটক করা হয়।
ওই পার্টিতে নারী-পুরুষ সবাই উপস্থিত হয়েছিলেন। কিন্তু কট্টর সৌদিতে তো কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সে কারণে, ওই বিয়ের অনুষ্ঠানে মাদকদ্রব্য না পাওয়া গেলেও তাদের আটক করা হয়।
জানা গেছে, আটক ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা হবে। তাদের ব্যাপারে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৯ মার্চ