ভ্রাম্যমাণ আদালতকাঁঠালিয়ায় যৌন হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২৮ মার্চ ২০১৮ | আপডেট: ০৩:০০ এএম, ২৯ মার্চ ২০১৮

যৌন হয়রানির প্রতীকী ছবি
কাঁঠালিয়ায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করার দায়ে মো. তৌহিদুল ইসলাম নামে এক বখাটেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম ওই যুবককে এ আদেশ দেন ।

দণ্ডপ্রাপ্ত তৌহিদুল উপজেলা উত্তর চেঁচরী গ্রামের পনু ফকিরের ছেলে ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, সকালে চেচঁরীরামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে গাঁয়ে থুঁ থুঁ ফেলে তিনি। এছাড়াও বিভিন্ন সময় অশালীন কথা-বার্তা বলা এবং যৌন হয়রানি করে আসছিলেন ওই যুবক। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৮ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)