বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে সততা ষ্টোর চালু
শিক্ষার্থীদের সত্ত ও নৈতিকতায় উদ্ভুদ্ধ করার লক্ষে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে সততা ষ্টোর চালু করা হয়েছে।
বুধবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় সততা ষ্টোরের উদ্ভোধন করেন পলিটেকনিকের অধ্যক্ষ মো. মাইনুল আহসান।
এসময় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, কম্পিউটার টেকনোলজী বিভাগীয় প্রধান মো. নাসির আহমেদ, ইলেক্ট্রনিক্স টেকনোলজীর বিভাগী প্রধান অনিল চন্দ কির্তুনীয়া, মো. রেজাউল করিম, ইলেক্ট্রনিক্স টেকনোলজীর জুনিয়র ইনক্সটেক্টর মো. রুহুল আমীন প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্য শিক্ষার্থীদের উদ্দ্যেশে অধ্যক্ষ মো. মাইনুল আহসান বলেন, কোন দোকানদার থাকবে না এই দোকানে। শিক্ষার্থীদের মাঝে সততার অনুশীলন এবং সন্ত্রাস ও মাদক থেকে দুরে রাখতে এই সততা ষ্টোর খোলা হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা ন্যায্য মূল দিয়ে নিজেই তার পছন্দ মত খাবার বা অন্য কিছু ক্রয় করবে। ইনস্টিটিউট থেকে বেড় হয়ে শিক্ষার্থীদের আর বাইরে গিয়ে খাবার বা খাতা, কলম কিনতে হবেনা। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত সততা ষ্টোর খোলা থাকবে। শুধু মাত্র সরকারী বন্ধের দিন সততা ষ্টোর বন্ধ থাকবে বলেও তিনি জানান।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৮ মার্চ