পাথরঘাটায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ পন্ড
পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংড়া গ্রামে বাল্যবিবাহের প্রস্তুতির সময় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ পন্ড হয়েছে।
আজ বুধবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পুলিশের মাধ্যমে বিবাহ প্রস্তুতি বন্ধ করে তার কার্যালয়ে কনের বাবা জাহাঙ্গীর শেখের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির পাথরঘাটা নিউজকে জানান, ঢাকা গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকার মো. শহিদ মিয়ার ছেলে মো. মাহবুব আলমের (৩০) সাথে পাথরঘাটার উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামের জাহাঙ্গীর শেখের সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষীর্থীর বিবাহ দেওয়ার পুর্ব প্রস্তুতি হিসেবে কনেকে দেখতে আসে। এ সময় স্থানীয় বেসরকারি সংস্থা সুশীলন ও স্বেচ্ছায় সেবাদান সংগঠন আস্থার মাধ্যমে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে দিয়ে পন্ড করে দেয়া হয়।
পরে তার কার্যালয়ে কনে ও বরের বাবা মেয়েকে দেখতে এসেছে স্বীকার করায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। বয়স না হওযা পর্যন্ত বিবাহ দিতে পারবেনা বলে হুশিয়ারি করে দেয়া হয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৮ মার্চ