আমতলীতে ভূয়া প্রকল্প পরিচালক ও হত্যাসহ ১৭ মামলার আসামী গ্রেফতার
আমতলী প্রতিনিধিঃ প্রধান মন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের ভূয়া প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) পরিচয় দিয়ে প্রতারনা, হত্যাসহ ১৭ মামলার পলাতক আসামী মো. হাফিজুর রহমানকে আমতলী থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করেছে নেত্রকোনা জেলার সিআইডি পুলিশ।
আমতলী থানা সূত্রে জানাগেছে, আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নজরুল ইসলাম হাওলাদারের ছেলে মো. হাফিজুর রহমান হাওলাদার প্রধান মন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের ভূয়া প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) নামে ভিজিডিং কার্ড ব্যবহার করে মানুষের সাথে প্রতারনাসহ নানা অপরাধ করে আসছে
এ অভিযোগে তার নামে নেত্রকোনা জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় একটি হত্যা মামলাসহ ১৭টি মামলা রয়েছে।
সেই আলোকে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নেত্রকোনা জেলার সিআইডি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রিতেশ আমতলী পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
আমতলী থানার (ওসি তদন্ত) নুরুল ইসলাম বাদল জানান, প্রতারক হাফিজুর রহমানকে আমতলী থানা পুলিশের সহায়তায় সিআইডি পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারের পর বিকেলে সিআইডি পুলিশ আসামীকে নেত্রকোনা নিয়ে যাওয়ার উদ্দ্যোশে রওয়ানা দিয়েছেন।
এ এম বি / পাথরঘাটা নিউজ