পাথরঘাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১১:২৭ এএম, ৩ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১১:৩১ এএম, ৩ ডিসেম্বর ২০২৪

ছবিঃ পাথরঘাটা নিউজ‘অন্তর্ভুক্তিমুলক টেকসই ভবিষ্যৎ বিনির্মানে, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগন’ এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টার সময় বিষয়টি নিয়ে পাথরঘাটা উপজেলা পরিষদ থেকে র‍্যালী বের হয়ে পাথরঘাটা পৌর শহরের গোলচত্তর প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

পরে পাথরঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রতিবন্ধীদের বেসরকারী এনজিও সংস্থা সংগ্রাম এর পক্ষ ৫ জনকে ১০ হাজার করে মোট ৫০ হাজার টাকা দেয়া হয়। পর্যায়ক্রমে মোট ৬০ পরিবারকে ৬ লাখ টাকা, কানের হিয়ারিং ১৫ টি, কর্নিয়ার চেয়ার ৫ টি, স্টান্ডিং ফ্রেম ৫ টি, হোম মডিফিকেশন ৬০ টি, রিসোর্স সেন্টার ৩০ টি দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন, পাথরঘাটা থানা পুলিশ পরিদর্শক ইয়াকুব আলী, সমাজ সেবা কর্মকর্তা মো. মহসিন হোসেন, সংগ্রামের ব্যাবস্থাপনা পরিচালক চৌধুরী মো. মাসুম, ইআই ইআই প্রজেক্ট অফিসার মো. রফিকুল হক, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট আরিফুর রহমান প্রমুখ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)