পাথরঘাটায় গাঁজা ও নগদ টাকাসহ ব্যাবসায়ী আটক
বরগুনার পাথরঘাটায় ১ কাজি ৩শ গ্রাম গাঁজা, ৭৬ হাজার ৮শ টাকা এবং মাপার যন্ত্রসহ মোসলেম আলী গাজীকে (৪৩) আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার বিকেল ৪ টার সময় কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনে প্রেসব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে দুপুর ২ টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. মোসলেম আলী গাজী (৪৩) বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া এলাকার নীল গাজীর ছেলে।
কোস্ট গার্ডের পাথরঘাটা স্টেশনে লেফটেন্যান্ট মো. সাকিব মেহেবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মাদক ব্যাবসায়ী মাদক বিক্রির উদ্যেশ্যে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মোসলেম আলী গাজীকে সন্দেহ হয়। পরে তাকে আটক করে পাথরঘাটা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমাদুল হোসেনের উপস্থিতিতে তার ঘরের মধ্যে এবং অটোরিকশায় তল্লাশী করে ১ কেজি ৩ শ গ্রাম গাঁজা, ৭৬ হাজার ৮শ টাকা এবং গাঁজা পরিমাপের যন্ত্রসহ আটক করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়।