পাথরঘাটায় ৩ দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ
বরগুনার পাথরঘাটায় আব্দুল্লাহ (১৫) নামের এক মাদরাসা ছাত্র নিখোঁজ হওয়ায় খবর পাওয়া গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের কাছে নিখোঁজ আব্দুল্লার মা বিউটি বেগম নিশ্চিৎ করেছেন। এর আগে (২৮ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের পশ্চিম ঘুটাবাছা গ্রামের বাড়ি থেকে মাদরাসার উদ্যেশ্যে আসেন।
নিখাঁজ আব্দুল্লাহ একই এলাকার মো. খলিল মোল্লার ছেলে।
আব্দুল্লাহর মা বিউটি বেগম জানান, ঈদ ও তাপদহের কারনে মাদরাসায় দীর্ঘ ছুটির পরে গত রোববার সকাল ৯টার দিকে বাড়ি থেকে মাদরাসার উদ্যেশ্যে আসেন। এর পরে আব্দুল্লাহ বাড়ি ফেরেনি। পরে আব্দুল্লাহর বাবা মাদরাসায় এসে খোজ নিয়ে জানতে পারেন সে মাদরাসায় আসেনি। এর পর থেকে তাদের আতœীয়দের বাড়িতে খোজ নিয়ে তাকে পাওয়া যায়নি।
তিনি আরো জানান, আব্দুল্লাহ মাদরাসায় আসতে না চাইলে তাকে মাদরাসায় জোড় করে পাঠানো হয়। সে বাড়ির সকরের আগোচরে লুঙ্গি, সার্ট ও ১৫শ টাকা নিয়ে বের হয়ে আসেন বলেও জানা তিনি। আব্দুল্লাহর বাবা আতœীয়-স্বজনদের বাড়িতেও খোজ খবর নিয়ে তাকে না পাওয়া গেলে পাথরঘাটা থানায় মৌখিক ভাবে জানিয়েছেন বলেও জানান তিনি। আব্দুল্লাহ খোজ না পাওয়ায় উদ্দিগ্ন তার পরিবার।
নিখোঁজ আব্দুল্লাহর বর্ণনা:
মো. আব্দুল্লাহ (১৫), পিতা: মো. খলিল্ল মোল্লা, গ্রাম- পশ্চিম ঘুটাবাছা, ৮ নম্বর ওয়ার্ড কালমেঘা ইউনিয়ন। পাথরঘাটা, বরগুনা, গায়ের রং- শ্যামলা বর্নের। পড়নে পাঞ্জাবী ও মাথায় টুপি।
তার বাবা মো. খলিল মোল্লা আব্দুল্লার খোঁজ পেলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। মোবাইল – ০১৭৩৫৭৪৯৭০২