পাথরঘাটায় নৌকায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু
বরগুনার পাথরঘাটায় নৌকা মার্কায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে কালু দত্ত (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার বিকেল ৪টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে দুপুর আড়াইটার দিকে পাথরঘাটা কলেজ কেন্দ্র ভোট দিয়ে বাড়ি ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহিরুল হক খান চিনু বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা।
মৃত কালু দত্ত পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হোটেল ব্যাবসায়ী ও মৃত ধীরেন দত্তের ছেলে।
জহিরুল হক খান চিনু জানান, দুপুর আড়াইটার দিকে কালু দত্ত নৌকা মার্কায় ভোট দিয়ে বাসায় ফেরার পথে প্রায়াত পৌর মেয়র মল্লিক মোহাম্মদ আইয়ুবের বাসার সামনে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিতে বলে। বরিশাল নেয়ার পথে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাঁশতলা এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।
আওয়ামী লীগের নবনির্বাচিত বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা জানান, কালু দত্ত দীর্ঘ দিন ধরে পাথরঘাটা বাজারে ছোট একটি ব্যাবসা করে। আত্মীয়-স্বজন বলতে তার একজন বড় বোন রয়েছে। বোন ছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই। আমি তাদের খোঁজ খবর নিচ্ছি।