যেখানে সবার উপরে মাশরাফি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:০৬ পিএম, ২৭ মার্চ ২০১৮ | আপডেট: ১১:৫৫ পিএম, ২৭ মার্চ ২০১৮

মাশরাফি বিন মর্তুজা
অনলাইন ডেস্কঃ ব্যাটিং যেমনই হোক, মাশরাফির আসল পরিচয় তিনি বোলার। সেটি ধারাবাহিকভাবেই ভালো করে যাচ্ছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। এবারের প্রিমিয়ার লিগে মাশরাফি যেন নিজের তুখোড় তারুণ্যই মনে করিয়ে দিচ্ছেন বারবার। কদিন আগে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ‘ডাবল হ্যাটট্রিক’ করে হইচই ফেলে দিয়েছেন। এখনো পর্যন্ত ১৩ ম্যাচে ৩৫ উইকেট নিয়ে আছেন সবার ওপরে।

প্রতিদ্বন্দ্বিতায় এবার লিগে মাশরাফির উপরে কেউ নেই। ২৮ উইকেট নিয়ে দুইয়ে থাকা কাজী অনিকের মোহামেডান তো সুপার লিগেই উঠতে পারেনি। তাই মাশরাফিকে তার ‘চ্যালেঞ্জ’ জানানোর সুযোগ নেই। তিনে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জের আসিফ হোসেনের উইকেট ২৪। মাশরাফিকে ছাড়িয়ে যেতে হলে আসিফকে বাকি ৩ ম্যাচে অসম্ভব কিছু করতে হবে। বাস্তবতার বিচারে সেটি কঠিনই।

আবাহনী এবার ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারবে কি না, সেটি জানতে আরও অপেক্ষা করতে হবে। শিরোপা ছোঁয়া হোক বা না হোক, এই প্রিমিয়ার লিগটা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে মাশরাফি বিন মুর্তজার কাছে। উইকেট শিকারে যে সবাইকে পেছনে ফেলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
লিগের শুরু থেকেই বল হাতে দুর্দান্ত মাশরাফি। সেটি ধরেও রেখেছেন।
মাশরাফি সমাপ্তিরেখার কাছাকাছি প্রায় চলে এসেছেন। এখন শুধু অপেক্ষা ‘ফিনিশিং’য়ের।
এ এম বি / পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)