মহিলা আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এমপি সুলতানা নাদিরা
বরগুনা ৩১৫ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপিকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য নির্বাচিত করায় উল্লাসের জোয়ারে ভাসছে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গত রবিবার (১৬ জুলাই) রাতে ১০ টার দিকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য নির্বাচিত হওয়ায় এমপি সুলতানা নাদিরাকে ফুল দিয়ে বরন করে নিয়েছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।
কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য পদ পাওয়ায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমপি সুলতানা নাদিরা বলেন, আমি ও আমার পরিবার আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছি। আমাকে দল কাজের মুল্যায়ন করেছে। আমার স্বামী প্রায়ত সাংসদ গোলাম সবুর টুলু স্বাধীনতার ৩২ বছর পর আওয়ামী লীগেরকে উপহার দিয়েছেন বরগুনা-২ আসনটি। এর ধারাবাহিকতায় নৌকার পক্ষে প্রতিটি নির্বাচনে প্রার্থীকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছি।