বরগুনায় বিশ্ব পানি দিবস পালিত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০১:০৮ পিএম, ২৭ মার্চ ২০১৮

বরগুনায় বিশ্ব পানি দিবস পালিতবরগুনা প্রতিনিধিঃ
“পানির জন্য প্রকৃতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরগুনায় বিশ্ব পানি দিবস-১৮ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ৯ টার সময় জেলা প্রশাসনের আয়োজনে এবং পানি উন্নয়ন বোর্ড ও সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে পানি দিবসের একটি রেলি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রশিদ, এনজিও ফোরামের সভাপতি মোতালেব মৃধা, প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার,সনাক সভাপতি আলহাজ্ব আঃ রব ফকির, লোকবেতার ৯৯.২ এর ষ্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল প্রমূখ। আলোচনার শুরুতে বিশ্ব পানি দিবসের একটি ধারণাপত্র পাঠ করে সকলকে এ সম্পর্কে অবহিত করেন, টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ রোকনুজ্জামান এবং একটি ভিডিও প্রতিবেদন উপস্থাপন করেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান। আলোচনায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধাগণ উপস্থিত ছিলেন। আলোচনার সঞ্চালনা করেন, তারিক বিন আনসারী সুমন।

আলোচনায় ১৯৯২ সালে রিও তে অনুষ্ঠিত জাতিসংঘের ‘পরিবেশ ও উন্নয়ন’ বিষয়ক সম্মেলনে ২২ মার্চকে ‘বিশ্ব পানি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯৩ সাল হতে ভিন্ন ভিন্ন সুনির্দিষ্ট বিষয়কে প্রতিপাদ্য করে বিশ্বব্যাপী প্রতিবছর ২২ মার্চ বিশ্ব পানি দিবস পালিত হয়ে আসছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৭ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)