ঘূর্ণিঝড় মোখা পাথরঘাটায় ১৮০টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত
উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটার জেলেদের নিরাপদ আশ্রয়ে ফেরাতে বাংলাদেশ কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কর্মকর্তারা নদীর তীরবর্তী এলাকার লোকজনকে ঘূর্ণিঝড় মোখা থেকে বাচতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাচচুঙ্গা এলাকায় এম্ন চিত্র দেখা গেছে।
এদিকে বরগুনা জেলা মস্যজীবি টালার মালক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঘূর্ণিঝড় উপেক্ষা করে প্রায় ২’শতাধিক মাছধরা ট্রলার গভীর সমুদ্রে অবস্থান করছে।
এর মধ্যে কিছু ট্রলার উপকূলের দিকে রওনা হওয়ার সংবাদও পাওয়া গেছে বলে জানান তিনি।
এদিকে ঘুর্নিঝড় মোখা মোকাবেলায় উপকূলীয় বরগুনায় পাথরঘাটায় ১৮০ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)