পাথরঘাটায় হরিণের ফাঁদসহ যুবক আটক
বরগুনার পাথরঘাটা উপজেলার পর্যটন কেন্দ্র হরিনঘাটা থেকে হরিন ধরা ফাঁদসহ মনির হোসেন (৩৩) নামে এক যুবককে জনকে আটক করেছে বন বিভাগ।
বুধবার বিকেল ৩টার দিকে হরিনঘাটা বন থেকে আটক করা হয়।
মনির হোসেন বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। সে বর্তমানে পাথরঘাটার সদর পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা এলাকায় তার শশুর বাড়িতে বসবাস করে আসছেন।
হরিনঘাটা বিটের বিট কর্মকর্তা আল আমিন জানান, হরিনঘাটা বনের মধ্যে হরিন ধরার জন্য ফাঁদ পেতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ৩ টার দিকে হরিনঘাটা বনে গিয়ে এক বস্তা ফাঁদসহ তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক মনিরের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)