পাথরঘাটায় বসতঘর পুড়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ালো এমপি সুলতানা নাদিরা
বরগুনার পাথরঘাটার কাঠালতলি ইউনিয়নে গত সোমবার (১৩ মার্চ) রাত আনুমানিক ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঐ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ৩১৫ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপি।
বৃহস্পতিবার সাড়ে বারটার দিকে পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা এবং সান্তনা দেন।
এ সময় কান্নায় ভেঙে পড়েন ঘরের মালিক হফেজ মোল্লা তিনি বলেন, তার দুই ছেলে সামীম মোল্লা ও সাইকুল মোল্লা ঐ ঘরে থাকতো। গত সোমবার রাত আনুমানিক ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ছাই হয়েছে পুরো ঘর। কিছুই আর অবশিষ্ট নেই। ঘরে থাকা নগদ টাকা, স্বর্ন, শিক্ষা সনদপত্র, জমির দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র সহ ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
৩১৫ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এমপি সুলতানা নাদিরা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ঘর পুড়ে যাওয়া পরিবারকে কিছু আর্থিক সহযোগিতা করেছি। পরবর্তীতে তাদের আরও সাহায্য সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি।