পাথরঘাটায় সড়কে প্রাণ গেল শিশু ও মায়ের
বরগুনার পাথরঘাটায় মাহিন্দ্রা টমটম ও ব্যাটারি চালিত অটোরিক্সা’র মুখোমুখি সংঘর্ষে ৪ বছরের শিশু আব্দুল্লাহ ও তার মা পারুল বেগম নিহত হয়েছেন।
বুধবার দুপুর ২টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের শতকর-লেমুয়া সড়কের আশ্রাব মেম্বরের বাড়ির সামনে ঘটনা ঘটে।
নিহত পরুল ও আব্দুল্লাহ বরগুনা জেলার আমতলী উপজেলার গুলিসাখালী গ্রামের মো. হিরন মিয়ার স্ত্রী ও শিশু সন্তান।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে,
পারুল বেগম পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় তার নদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। তিনি বড়ইতলা ফেরীঘাট হয়ে বাইনচটকি ফেরিঘাট থেকে ইজিবাইক যোগে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া-শতকর সড়কের আশ্রাব মেম্বরের বাড়ির সামনে পৌছলে বিপরিত দিক থেকে আসা মাহিন্দ্রা টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত মা পারুল বেগম ও তার শিশু সন্তান আব্দুল্লাহ। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সঞ্জয় কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।