পাথরঘাটায় পিকেএসএফ-এর শিক্ষাবৃত্তি পেল ১৩ শিক্ষার্থী

কাজী রাকিব
কাজী রাকিব, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ৩ অক্টোবর ২০২২

---পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কার্যক্রমের আওতায় ১৩ দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের

শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার বেলা সাড়ে এগারোটায় বরগুনার পাথরঘাটা সংতাই প্লজার অডিটরিয়াম রুমে এ সহায়তা প্রদান করা হয়। এর বাস্তবায়ন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা সংকল্প ট্রাস্ট পাথরঘাটা।


সংকল্প ট্রাস্টে চেয়ারপার্সন নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, তাসলিমা মেমোরিয়াল একাডেমী প্রধান শিক্ষক আবুল বাশার আজাদ প্রমুখ।


সংকল্প ট্রাস্টে নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ জানান বরিশালের বিভাগের পাঁচটি কর্মক্ষেত্র জেলার  ১৩ শিক্ষার্থীকে একলাখ ৫৬ হাজার টাকা সহায়তা করা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় দফায় সহায়তা পেয়েছে পাঁচ জন শিক্ষার্থী এবং নতুন পেয়েছে ৮ জন শিক্ষার্থী।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)