জনবল নিয়োগ দেবে পাথরঘাটা সৌদি প্রবাসী হাসপাতালে

আল আমিন ফোরকান
আল আমিন ফোরকান,
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২

---বরগুনার পাথরঘাটা সৌদি প্রবাসী হাসপাতলে চিকিৎসা সেবার মান উন্নয়নের জন্য জরুরী ভিত্তিতে বেশ কয়েকজন অভিজ্ঞ লোক নিয়োগ দেবে। এদের বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।


পাথরঘাটা সৌদি প্রবাসী হাসপাতলের ব্যবস্থাপনা পরিষদ সূত্রের জানা যায়, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একজন, হিসাব রক্ষক পদে একজন, মার্কেটিং অফিসার পদে একজন নিয়োগ দেয়া হবে। এদের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম বিএ পাস হতে হবে।


এছাড়াও ডিপ্লোমা ইন নার্সিং অথবা মিডওয়াইফারি সম্পন্ন দু’জন নার্স নিয়োগ দেয়া হবে। তবে প্রথম তিন পদে অভিজ্ঞতা সম্পন্ন লোকের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শিথিল যোগ্য বলে জানিয়েছেন কতৃপক্ষ। যা আগামী ১৭ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে প্রয়োজনীয় কাগজপত্র ব্যবস্থাপনা পরিচালকের বরাবর আবেদন জমা দিতে হবে।


পাথরঘাটা সৌদি প্রবাসী হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস শিকদার নিরু জানিয়েছেন দীর্ঘ ৭ বছর ধরে পাথরঘাটায় আধুনিক মানের চিকিৎসা সেবা দিয়ে আসছেন তারা। সে ক্ষেত্রে চিকিৎসা সেবার মান আরো উন্নত করতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। আগ্রহী প্রার্থীদের কে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়া হবে বলেও জানান তিনি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)