চট্টগ্রামে শাকিব-বুবলীকে নিয়ে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:১৪ এএম, ২৭ মার্চ ২০১৮

শাকিব খান, শবনম বুবলী
অনলাইন ডেস্কঃ চিত্রনায়িকা শবনম বুবলীকে সঙ্গে নিয়ে চট্টগ্রামে গেলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ছবির শুটিংয়ে জন্য তাদের এই চট্টগ্রামের মাটিতে পা রাখা।
গত ২৩ জানুয়ারিতে অস্ট্রেলিয়ার সিডনিতে শুটিং শুরু হয় আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’ ছবির শুটিং। আজ সোমবার থেকে শুরু হয়েছে ছবির দ্বিতীয় লটের শুটিং।
তবে এবার আর দেশের বাইরে নয়, শুটিং হবে চট্টগ্রামে। এখানে মাত্র ৩ দিন শুটিং চলবে। বুবলী আজ শুটিংয়ে অংশ নিলেও থাকছেন না শাকিব খান। ঢালিউড সুপারস্টার ক্যামেরার সামনে দাঁড়াবেন মঙ্গলবার থেকে।

চট্টগ্রামের গহিরা পার্ক বিচের দুর্গম এলাকায় ‘সুপার হিরো’র শুটিং হচ্ছে। সেখানে অকার্যকর হয়ে পড়ে থাকা ১৬তলা একটা জাহাজে শুটিং চলছে। ছবিটির সঙ্গে থাকা সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিডনির সঙ্গে সামঞ্জস্য রেখেই অনেক খোঁজাখুঁজি করে দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য স্থানটি নির্ধারণ করা হয়েছে।
সুপার হিরো’ছবিতে শাকিব-বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন টাইগার রবি, তারিক আনাম খান, শম্পা রেজা প্রমুখ। ছবিটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
এ এম বি / পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)