পাথরঘাটায় ৪৫০ ফলজ চারা ও ২ হাজার তালের বীজ রোপণ
বরগুনার পাথরঘাটায় সিসিডিবি’র উদ্যোগে ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম এর আওতায় ৪শ ৫০ পরিবারের মাঝে জলবায়ু বিপদাপন্ন ফলজ গাছের চারা ভিতরণ ও ২ হাজার চালের বীজ রোপণ করা হয়েছে।
আজ রোববার সকাল ১০ টার সময় উপজেলার সদর ইউনিয়নের পদ্মা, চরলাঠিমারা ও রুহিতা গ্রামের এ চারা গুলো ভিতরণ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবীর, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, সিসিডিবি পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রী, রুহিতা মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক এবং ছাত্র-ছাত্রী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এবং স্থানীয় যুবদলের প্রতিনিধীবৃন্দ প্রমুখ।
চারা ভিতরণের সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার জন্য সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ আরও বেশি পরিমাণে বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ চারা বিতরণ করা হয়।