পাথরঘাটায় জেন্ডার রেসপন্সিভ কর্মশালা
জেন্ডার রেসপন্সিভ বাজেট প্রনয়ন বিষয়ে বরগুনার পাথরঘাটায় বাজেট প্রনয়ন বিষয়ক দু’দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পাথরঘাটা সিসিডিবির সমন্বয়কারী সুব্রত কুমার মিস্ত্রীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভিন, পাথরঘাটা সদর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন, চরদুয়ানী ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েল, কালমেঘা ইউপি চেয়ারম্যান গোলাম নাসির প্রমুখ।
সুব্রত কুমার মিস্ত্রী জানান, সিসিডিবির আয়োজনে পাথরঘাটার তিনটি ইউনিয়নের জনপ্রতিনিধি ও সমাজকর্মীদের নিয়ে দু’দিন ব্যাপী জেন্ডার রেসপন্সিভ (দায়িত্বশীল) বাজেট প্রনয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে নারী-পুরুষ সহ সকল শ্রেণীর মানুষের সমতা, অধিকার, বৈষম্য দূরীকরণ সহ সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।