পাথরঘাটায় জনগণের ধাওয়া খেয়ে হরিনের মাংস ফেলে পারলো পাচারকারীরা
বরগুনার পাথরঘাটায় হরিনের মাংস পাচার করার সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়েছে তিন পাচারকারী। এসময় একটি বস্তা থেকে আটটি খুড়া, দুটি মাথা ও মাংস উদ্ধার করে ফরেস্টারের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিষখালী নদীর তীরবর্তী জীনতলা এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য ফাইজুল ইসলাম জানান, নুরুল আলম নামে এক ব্যাক্তি ফজরের নামাজের পর তার মাছের ঘেরের দিকে গেলে তিন সন্দেহজনক লোককে ঘুরাঘুরি করতে দেখে। এর কিছুক্ষণ পর মটরসাইকেল যোগে একটি বস্তা নিয়ে যাওয়ার সময় বস্তায় কি আছে জানতে চেয়ে বস্তা ধরে টানাটানি করে। এসময় বস্তা রেখে দ্রুত মোটরসাইকেল চালিয়ে গেলে বস্তা খুলে হরিনের মাংস দেখতে পান।
হরিণঘাটা বিট অফিসার আল আমিন জানিয়েছেন স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হরিণের মাংস গুলো জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের মাংস আদালতের মাধ্যমে মাটি চাপা দেয়া হবে।