বরগুনায় নসিমন চাপায় পাথরঘাটার ছাইকেল মিস্ত্রী আফজাল মোল্লার মৃত্যু
বরগুনায় অবৈধ নসিমন গাড়ির চাপায় আফজাল মোল্লা (৬৫) নামে এক রিকশা ও সাইকেল মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছেন।
রবিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফজাল মোল্লা পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মৃত রতন মোল্লার ছেলে। তিনি পেশায় একজন রিকশা ও সাইকেল মিস্ত্রি।
নিহতের ভাগ্নে দুলাল জানান, বরগুনা আদালতে জমিজমা সংক্রান্ত মামলার তারিখ ছিল। তাই সকালে পাথরঘাটা থেকে তিনি সাইকেলযোগে বরগুনা যাচ্ছিলেন। পরে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আসলে বেপরোয়া গতির একটি নসিমন চাপায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সানাউল্লাহ ও মাসুম বিল্লাহ জানান, আমরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে যাচ্ছিলাম। হঠাৎ বেপরোয়া একটি নসিমন গাড়ি এসে বৃদ্ধকে চাপা দেয়। তাকে উদ্ধার বরগুনা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসি। পাশাপাশি ঘাতক নসিমনসহ চালককে পুলিশে সোপর্দ করি।
বরগুনা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার পূর্বে তার মৃত্যু হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক নসিমন সহ চালক ছগির হোসেনকে আটক করা হয়েছে। এঘটনায় মামলার পস্তুতি চলছে।