নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, পাথরঘাটার সাবেক কাউন্সিলরের জেল
নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকারের অভিযোগে পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়াযর্ড র সাবেক কাউন্সিলর কামরুল হুদা মিরাজ মাছ শিকার করে বাগেরহাটে বিক্রির সময় সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়াযর্ড র সাবেক কাউন্সিলর কামরুল হুদা মিরাজ।
রোববার (১২ জুন) সকালে শহরের কেবিবাজার সংলগ্ন ভৈরব নদীতে পৃথক অভিযান চালিয়ে এ আদেশ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাব্বেরুল ইসলাম।
তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে এমভি বশির ও এমভি রাসেল নামের দুটি ট্রলার জব্দ করা হয়। পরে ট্রলার মালিকদের সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়। এসময় ট্রলারে থাকা মাছ ৬০ হাজার টাকায় নিলাম বিক্রি করা হয়।
অভিযানে থাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম বলেন, নিষেধাজ্ঞা অম্যান্য করে মাছ শিকার ও বিক্রির অপরাধে কেবি বাজার এলাকার আড়ৎদার ইস্রাফিল সরদার, আব্দুল মান্নান, মিরাজ হোসেন, আব্দুস সালাম ও হাফিজুল সরদারকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।