পাথরঘাটায় পাগলা কুকুরের কামড়ে দু বছরের শিশুর মাথায় ২ ডজন সেলাই
বরগুনার পাথরঘাটায় পাগলা কুকুরের কামড়ে দু বছরের শিশু হাবিবার মাথায় ২৪টি সেলাই লেগেছে। রবিবার বিকেল সাড়ে চারটার দিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার রায়হানপু ইউনিয়নে। তবে শিশুটি আশংকামুক্ত বলে জানিয়েছেন স্থানীয় গ্রামাই চিকিৎসক শওকাত হোসেন।
হাবিবা রায়হানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাবিব মিয়ার মেয়ে।
হাবিব মিয়া জানান, দুপুরের খাবারের পর বেলা সাড়ে চারটার দিকে আমাদের ঘর থেকে পার্শ্ববর্তী শাহ্ আলমের ঘরে যায় হাবিবা। এসময় শাহ্ আলমের পালিত কুকুরটি হাবিবার মাথায় কামড় দিয়ে চামড়া ধরে টেনে হিছড়ে নিয়ে যেতে চেষ্টা করে। বিষয়টি আমরা টের পেয়ে কুকুরটিকে ধাওয়া দিলে হাবিবাকে রেখে সরে যায়। এতে হাবিবার মাথার চামড়া ছিঁড়ে থেঁতলে যায়। তাৎক্ষণিক স্থানীয় বাজারে নিয়ে চিকিৎসা করাই।
স্থানীয় গ্রাম চিকিৎসক শওকত হোসেন জানান, কুকুরের কামড়ে শিশুটির মাথার চামড়া থেঁতলে গিয়েছে। তার মাথায় চব্বিশটি সেলাই দেয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।