পাথরঘাটায় জমি দখলের অভিযোগের মামলায় কলেজ ছাত্রলীগ সভাপতি কারাগারে
বরগুনার পাথরঘাটা উপজেলার গাববাড়িয়া এলাকায় জমি দখলের অভিযোগ মামলায় কলেজ ছাত্রলীগ সভাপতি রাব্বিকে কারাগারে পাঠিয়েছেন পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (অতিরিক্তি) রাসেল মজুমদার। নাইমুল রাব্বি পাথরঘাটা ডিগ্রি কলেজের সভাপতি।
তবে মামলার এক নম্বর আসামি এনামুল হোসাইনের ২২ দিনের জামিন মঞ্জুর করা হয়। অন্য আসামিদের স্থায়ী জামিন দেন আদালত।
বৃহস্পতিবার আসামিরা আদালতে হাজির হলে তাদেরকে আদালত এ আদেশ দেন।
মামলার বাদি রফিকুল ইসলাম জানান, আমরা (স্থানীয়রা) গুচ্ছগ্রামের জমিতে ঘর তুলে দীর্ঘ দিন ধরে বসবাস করছি। সেই জমি ছেড়ে দেয়ার জন্য আসামিরা বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছেন। পরে এনামুল হোসেন, নাইমুল রাব্বিসহ ভাড়াটিয়া লোক নিয়ে হঠাৎ করে আমাদের উপরে হামলা করেন। এ নিয়ে কয়েকজনের কাছে বিচার চাইলেও কোনো বিচার পাইনি। পরে প্রধানমন্ত্রী বরাবার স্বারকলিপি দিয়ে আদালতে মামলা করি।
বাদি পক্ষের আইনজীবি অ্যাডভোকেট সাইফুর ইসলাম জানান, এ মামলায় মোট ১২ জনকে আসামি করে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন রফিকুল ইসলাম সিকদার। পরে আসামিরা স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে দুই নম্বর আসামি নাইমুল রাব্বিকে বিজ্ঞ আদালত কারাগারে পাঠান। ১২ নম্বর আসামি এনামুল হোসাইনকে আহতদের মেডিক্যাল রিপোর্ট না আসা পর্যন্ত ২২ দিনের জামিন দেন।
এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবি মোঃ ফারুক হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, এপ্রিল মাসের ১২ তারিখ সকাল ১০টার সময় এনামুল, নাইমুল রাব্বিসহ আরো একাধিক লোক নিয়ে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের গাববড়িয়া এলাকায় জমি দখলের জন্য হামলা করে বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।