পাথরঘাটায় অগ্রগামী ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ
মাহে রমজানকে গিরে বরগুনার পাথরঘাটায় তরুনদের প্রতিষ্ঠিত সংগঠন আগ্রগামী ফাউন্ডেশনের উদ্যোগে ২০ পথচারীদের মাঝে পবিত্র আল কোরআন বিতরণ করা হয়েছে। এ বিতরণ আরো ২ দিন আভ্যাহত থাকবে বলেনও জানা গেছে।
রোববার সকাল ১০ টার সময় পাথরঘাটা শেখ রাসেল স্কয়ারে বিভিন্ন পথচারীদের মাঝে এগুলো বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নাগরিক আধিকার ফোরামের সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, আগ্রগামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গোলাম রাব্বি খান, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এএসএম জসিম, ফাউন্ডেশনের সদস্য বশির সিকদার, আল আমিন, জাহিদ তালুকদার, আরিফ প্রমুখ।
এ বিষয়ে প্রতিষ্ঠাতা গোলাম রাব্বি খান জানান, একটি আরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘ দিন ধরেই আমরা কিছু তরুনরা আগ্রগামী ফাউন্ডেশন নিয়ে কাজ করে আসছি। মাহে রমজানকে গিরে আমাদের পবিত্র আল কোরআন বিতরন আরো ২ দিন আভ্যাহত থাকবে। আমাদের সাথে যদি কেউ একাত্ততা পোষন করতে চায় তবে তারাও আমাদের সাথে কাজ করতে পারবে।
নাগরিক আধিকার ফোরামের সভাপতি শফিকুল ইসলাম খোকন বলেন, মহা পবিত্র কোরআন বিনামূল্যে প্রদান করা আসলেই সৌভাগ্যের বিষয়। এমন মহৎ কাজের সাথে থাকতে পেরে আমি ধন্য। এসময়ের তরুনরা মাদক সেবন, মোবাইলে আসক্তি হয়ে থাকে বেশিরভাগ। কিন্তু কিছু সংখ্যক তরূন এমন কাজে এগিয়ে এসেছে তাদের ধন্যবাদ জানাই। সমাজে যারা বিত্তবানরা আছেন তাদের এমন মহৎ কাজে এগিয়ে আসার আহ্ধসঢ়;বান জানাচ্ছি। আমরা এর আগেও অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি, মানসিক ভারসাম্যহীনদের মাঝে খাবার
বিতরণ করছি তা আজও অব্যাহত রয়েছে।